সে তারা ভরা
রাতে
আমি পারিনি
বোঝাতে
তোমাকে আমার
মনের ব্যথা
তুমিতো বলেছো
শুধু
তোমার সুখের
কথা
তুমিতো বলেছো শুধু
তোমার সুখের
কথা
সে তারা ভরা
রাতে
আমি পারিনি
বোঝাতে
তোমাকে আমার
মনের ব্যথা
আমি অনেক পথ ঘুরে
ক্ষয়ে ক্ষয়ে
অন্ধকারে
তোমার পথের
দেখা পেয়েছি
আর হৃদয়ের
মাঝে
তোমায় কাছে
আমি চেয়েছি
আজ হলো না
বলা আমার না বলা কথা
সে তারা ভরা
রাতে
আমি পারিনি
বোঝাতে
তোমাকে আমার
মনের ব্যথা
আমি অনেক
ব্যাথা সয়ে
ছল ছল চোখের
জলে
তোমার চলে
যাওয়া দেখেছি
আর রাতেরও
আাঁধারে
মনের দুঃখে
আমি কেঁদেছি
আজ হলো না
বলা , আমার না বলা কথা
সে তারা ভরা
রাতে
আমি পারিনি
বোঝাতে
তোমাকে আমার
মনের ব্যথা
তুমিতো বলেছো
শুধু
তোমার সুখের
কথা
তুমিতো বলেছো
শুধু
তোমার সুখের
কথা
সে তারা ভরা
রাতে
আমি পারিনি
বোঝাতে
তোমাকে আমার
মনের ব্যথা
সেই তারা ভরা রাতে - আইয়ুব বাচ্চু (Sei tara vora rate ayub baccu song lyrics)
Reviewed by BlueTek
on
10/20/2019 12:02:00 am
Rating:
Reviewed by BlueTek
on
10/20/2019 12:02:00 am
Rating:

No comments: