তোর
প্রেমেতে অন্ধ হলাম, কি দোষ দিবি তাতে
বন্ধু
তোরে খুজেঁ বেড়ায় সকাল দুপুর রাতে
তোর
প্রেমেতে অন্ধ হলাম, কি দোষ দিবি তাতে
বন্ধু
তোরে খুজেঁ বেড়ায় সকাল দুপুর রাতে
আগুন
জেনেও পুড়লাম আমি, দিলাম তাতে ঝাাঁপ
তোর
আমার প্রেমে ছিলো রে বন্ধু ছিলো পুরোটাই ফাঁক
আগুন
জেনেও পুড়লাম আমি, দিলাম তাতে ঝাাঁপ
তোর
আমার প্রেমে ছিলো রে বন্ধু ছিলো পুরোটাই ফাঁক
তোর
প্রেমেতে অন্ধ হলাম, কি দোষ দিবি তাতে
বন্ধু
তোরে খুজেঁ বেড়ায় সকাল দুপুর রাতে
তোর
কারনে ভুলরাম আমি, গোত্র জাতি কুল
কাটার
সাথে করলাম সংগী পায়ে পিষে ফুল
তোর
কারনে ভুলরাম আমি, গোত্র জাতি কুল
কাটার
সাথে করলাম সংগী পায়ে পিষে ফুল
কেমন
করে সইবো আমি প্রেম আগুনের তাপ
তোর
আমার প্রেমে ছিলো রে বন্ধু ছিলো পুরোটাই ফাঁক
কেমন
করে সইবো আমি প্রেম আগুনের তাপ
তোর
আমার প্রেমে ছিলো রে বন্ধু ছিলো পুরোটাই ফাঁক
পথ
হারানো পথিক হলাম সব হারিয়ে নিঃস্ব
তোর
আমার, এই প্রেমের কি দাম দিবে বিশ্ব
পথ
হারানো পথিক হলাম সব হারিয়ে নিঃস্ব
তোর
আমার এই প্রেমের কি দাম দিবে বিশ্ব
প্রেমের
নামে কিনলাম আমি নিঠুর অভিশাপ
তোর
আমার প্রেমে ছিলো রে বন্ধু ছিলো পুরোটাই ফাঁক
প্রেমের
নামে কিনলাম আমি নিঠুর অভিশাপ
তোর
আমার প্রেমে ছিলো রে বন্ধু ছিলো পুরোটাই ফাঁক
তোর
প্রেমেতে অন্ধ হলাম, কি দোষ দিবি তাতে
বন্ধু
তোরে খুজেঁ বেড়ায় সকাল দুপুর রাতে
Tor premete ondho holam lyrics by james
তোর প্রেমেতে অন্ধ হলাম - জেমস ( Tor premete ondho holam by james)
Reviewed by BlueTek
on
10/27/2019 03:03:00 pm
Rating:
Reviewed by BlueTek
on
10/27/2019 03:03:00 pm
Rating:






No comments: