ও অভিমানী রুপলি জলে প্রভায় হৃদয়
আমার ভিতর রাখতে
দুপুর গড়িয়ে সন্দ্যা হলেও
আমায় ছুয়ে থাকতে
সেখানে হঠাৎ মেঘের প্রপাত
করলো আধার ও উল্লাস
কারণ টা কি জানা হয়নি
সেই থেকে একা বসবাস
এত পিছু টান এত অভিমান
এখনো ও চোখের ভাষায়
এত অভিমান এত পিছু টান
তবুও থাকচি আশায়
আমি আবারও তোমার
ওই আঙ্গুলে আমার আঙ্গুল রাখব
ফিরে এসে বলবে
ও পাথর গলে আছি
তোমার তোমারি থাকবো।
দশমীর ভাঙ্গা চাদ
আবারও একসাথে দেখব
শ্রাবনের ধারাতে আবারও একসাথে ভিজবো
এত অভিমান এত পিছু টান
তবুও থাকছি আশায়
আমি আবারও তোমার
ওই আঙ্গুলে আমার আঙ্গুল রাখব
ফিরে এসে বলবে
ও পাথর গলে আছি
তোমার তোমারি থাকবো।
রুপলির সে জলে প্রোভা এখনও আমার এ মন
তুলনা করোনা তুমি আগেও করতে যেমন
এত অভিমান এত পিছু টান
তবুও থাকছি আশায়
আমি আবারও তোমার
ওই আঙ্গুলে আমার আঙ্গুল রাখব
ফিরে এসে বলবে
ও পাথর গলে আছি
তোমার তোমারি থাকবো।
ও অভিমানী রুপলি জলে প্রভায় হৃদয়
আমার ভিতর রাখতে
দুপুর গড়িয়ে সন্দ্যা হলেও
আমায় ছুয়ে থাকতে
সেখানে হঠাৎ মেঘের প্রপাত
করলো আধার ও উল্লাস
কারণ টা কি জানা হয়নি
সেই থেকে একা বসবাস
ও অভিমানী
এত পিছু টান এত অভিমান
এখনো ও চোখের ভাষায়
এত অভিমান এত পিছু টান
তবুও থাকচি আশায়
আমি আবারও তোমার
ওই আঙ্গুলে আমার আঙ্গুল রাখব
ফিরে এসে বলবে
ও পাথর গলে আছি
আঙ্গুল (ও অভিমানী) - তাহসান ( O Ovimani By Tahsan Lyrics )
Reviewed by BlueTek
on
9/17/2015 11:03:00 am
Rating:
Reviewed by BlueTek
on
9/17/2015 11:03:00 am
Rating:




No comments: