কানার হাট বাজার (Kanar Hatbazar ) - লালনগীতি । বাংলা Folk সং

 বেদ বিধির পর শাস্ত্র কানা,

বেদ বিধির পর শাস্ত্র কানা

আর এক কানা মন আমার

এসব দেখি কানার হাট বাজার,

এসব দেখি কানার হাট বাজার।


এক কানা কয় আর এক কানা রে

চলো এবার ভব পারে,

নিজে কানা পথ চেনে না,

নিজে কানা পথ চেনে না

পরকে ডাকে বারং বার ..

এসব দেখি কানার হাট বাজার,

এসব দেখি কানার হাট বাজার।


পন্ডিত কানা অহংকারে

মাতবর কানা চুগলখোরে,

পন্ডিত কানা অহংকারে

সাধু কানা অন্-বিচারে,

আন্দাজে এক খুঁটি গাড়ে,

আন্দাজে এক খুঁটি গাড়ে

জানেনা সীমানা কার ..

এসব দেখি কানার হাট বাজার,

এসব দেখি কানার হাট বাজার।


কানায় কানায় হোলা মেলায়

বোবাতে খায় রসগোল্লা গো,

হায় হায় বোবাতে খায় রসগোল্লা গো,

আবার তেমনি লালন মদনা কানা

তেমনি লালন মদনা কানা,

ঘুমের ঘোরে দেয় বাহার ..

এসব দেখি কানার হাট বাজার,

এসব দেখি কানার হাট বাজার।


বেদ বিধির পর শাস্ত্র কানা,

বেদ বিধির পর শাস্ত্র কানা

আর এক কানা মন আমার

এসব দেখি কানার হাট বাজার,

এসব দেখি কানার হাট বাজার।

কানার হাট বাজার (Kanar Hatbazar ) - লালনগীতি । বাংলা Folk সং কানার হাট বাজার (Kanar Hatbazar ) - লালনগীতি । বাংলা  Folk সং Reviewed by Arman on 8/13/2021 04:18:00 pm Rating: 5

No comments: