হাসতে দেখো গাইতে দেখো - আইয়ুব বাচ্চু ( Haste dekho Gaite Dekho By Ayub Bachchu )

হাসতে দেখো গাইতে দেখো
অনেক কথায় মুখর আমায় দেখো
দেখো না কেউ হাসি শেষে নীরবতা
হাসতে দেখো গাইতে দেখো
অনেক কথায় মুখর আমায় দেখো
দেখো না কেউ হাসি শেষে নীরবতা

বোঝে না কেউতো চিনলনা
খোঁজে না আমার কি ব্যাথা
চেনার মতো কেউ চিনলনা
এই আমাকে

বোঝে না কেউতো চিনলনা
খোঁজে না আমার কি ব্যাথা
চেনার মতো কেউ চিনলনা
এই আমাকে


আমার সুরের বুকে, কান্না লুকিয়ে থাকে
আমার চোখের কোনে, নোনা ছবি আাঁকে
আমার গল্প শুনে , হয় আলোকিত উৎসব
গল্প শেষে আমি, আঁধারের মতো নীরব
নিজেকে ঢেলে আমি, কত সুখ দিলাম

বোঝে না কেউ তো চিনলনা
বোঝেনা আমার কি ব্যাথা
চেনার মত কেউ চিনলো না
এই আমাকে


 



আমার গানে আঁকা, নির্ঘুম অনেক প্রহর
আমায় ছেড়ে জোনাকি, চেনে নিরব শহর
ডাকার কথা যাদের, ডাকেনি কেউ কাছে
নিঃসংগ এই আমি, পুড়েছি মোমের আঁচে
আমার মাঝে আমি-ই যেন শুধু লুকাই

বোঝে না কেউ তো চিনলনা
বোঝেনা আমার কি ব্যাথা
চেনার মত কেউ চিনলো না
এই আমাকে


হাসতে দেখো গাইতে দেখো
অনেক কথায় মুখর আমায় দেখো
দেখো না কেউ হাসি শেষে নীরবতা
হাসতে দেখো গাইতে দেখো
অনেক কথায় মুখর আমায় দেখো
দেখো না কেউ হাসি শেষে নীরবতা

বোঝে না কেউ তো চিনলনা
বোঝেনা আমার কি ব্যাথা
চেনার মত কেউ চিনলো না
এই আমাকে
বোঝে না কেউ তো চিনলনা
বোঝেনা আমার কি ব্যাথা
চেনার মত কেউ চিনলো না
এই আমাকে
 


 
হাসতে দেখো গাইতে দেখো - আইয়ুব বাচ্চু ( Haste dekho Gaite Dekho By Ayub Bachchu ) হাসতে দেখো গাইতে দেখো - আইয়ুব বাচ্চু (  Haste dekho Gaite Dekho By Ayub Bachchu ) Reviewed by BlueTek on 11/17/2019 10:48:00 pm Rating: 5

2 comments:

  1. হাসতে দেখো গাইতে দেখো আমার অনেক প্রিয় একটা গান। স্যার আপনি আজ আর আমাদের মাঝে নেই। আপনার গানের মাঝ এয়াপ্নি বেঁচে থাকবেন শত বছর

    ReplyDelete