অভিলাসী আমি
অভিমানি তুমি
হাজারও স্বপ্ন
নিয়ে সবকিছু ভুলে গিয়ে
পৃথিবীতে
বসে আছি সংসার সাজিয়ে
জানে অন্তর্যামি
কেবা আগে
পরে
সবাইকে একা
করে চলে যাবে অন্ধ ঘরে
এই শহর গাড়ী
বাড়ী কিছুই যাবেনা
আর কতো এভাবে
আমাকে কাদাবে
আর বেশি কাদালে
উড়াল দেবো আকাশে
এই বুকে যন্ত্রনা
বেশি সইতে পারিনা
আর বেশি কাদালে
উড়াল দিবো আকাশে
অহংকারি মানুষ
উড়ায় রঙিন
ফানুস
টাকা ছাড়া
তার দৃষ্টিতে
নেই কিছু
আর পৃথিবীতে
জায়গা জমি
কিনতে শুধু থাকে সে বেহুশ
জমিদার শুধু
জানে
সব ব্যাটা
তারে মানে
পৃথিবীটা
তার দখলে সব কিছু তার কবলে
এক নিঃশ্বাসে
বিশ্বাস নাই জমিদার কি জানে
আর কতো এভাবে
আমাকে কাদাবে
আর বেশি কাদালে
উড়াল দেবো আকাশে
এই বুকে যন্ত্রনা
বেশি সইতে পারিনা
আর বেশি কাদালে
উড়াল দিবো আকাশে
যখন যাবে
চলে
কাকে যাবে
বলে
কেউ যাবেনা
সংগী হয়ে
পার পাবেনা
পালিয়ে গিয়ে
সব কিছু শুধু
ঘটে যাবে চোখের পলকে
হেরে যাবো
আমি
হেরে যাবে
তুমি
তাই বলে কেউ
না জানে
ব্যাথা দিয়োনা
করো মনে
কারো মনে
দুঃখ দিয়ে সুখতো পাবেনা
আর কতো এভাবে
আমাকে কাদাবে
আর বেশি কাদালে
উড়াল দেবো আকাশে
এই বুকে যন্ত্রনা
বেশি সইতে পারিনা
আর বেশি কাদালে
উড়াল দিবো আকাশে
অভিলাসি আমি
অভিমানি তুমি
হাজারও স্বপ্ন
নিয়ে সবকিছু ভুলে গিয়ে
পৃথিবীতে
বসে আছি সংসার সাজিয়ে
জানে অন্তর্যামী
কেবা আগে
পরে
সবাইকে একা
করে চলে যাবো অন্ধ ঘরে
এই শহরে গাড়ি
বাড়ী কিছুই যাবেনা
আর কতো এভাবে
আমাকে কাদাবে
আর বেশি কাদালে
উড়াল দেবো আকাশে
এই বুকে যন্ত্রনা
বেশি সইতে পারিনা
আর বেশি কাদালে
উড়াল দিবো আকাশে
উড়াল দিবো আকাশে - আইয়ুব বাচ্চু ( Ural Dibo Akashe by Ayub Bacchu )
Reviewed by BlueTek
on
10/18/2019 12:13:00 pm
Rating:
Reviewed by BlueTek
on
10/18/2019 12:13:00 pm
Rating:

No comments: