মনের কিনারায় - হাবিব ( moner kinaray by habib)


চোখেরই পলকে, রূপের ওই ঝলকে
মন করে উড়ু উড়ু
প্রেমটা কি হলো শুরু আজ
ও..
বুকেরই ভেতের, স্নগ্ধ এ প্রহরে
ঘুম হয়ে ভেসে ভেসে, তুমি এলে অবশেষে আজ।
তোমরই মনের কিনারায়
কিছু প্রেম কিছু ফুল ফোটাবো আমি,
খুঁজ নিবো ধীরেধীরে
লুকানো মায়ার কারুকাজ।
ও..
চোখেরই পলকে, রূপেরই ঝলকে
মন করে উড়ু উড়ু, প্রেমটা কি হলো শুরু আজ
কেনো যে কি কারনে,
এতো দূরে ছুটে চলে যাও, জানিনা।
ও.
তোমাকে ছাড়া আমি
দু’ফোটা থাকতে যে একা, পারিনা।
ও.
পখি ডেকে যায় গান শুনিনা,
যদি বয়ে যায় ঢেউ গুনিনা, মিষ্টি যন্ত্রনায়
ছুঁয়ে ছুঁয়ে গেলে আমায়
তোমার ওই মনের কিনারয়,
কিছু প্রেম, কিছু ফুল ফোটাবো আমি,
খুঁজে নেবো ধীরে ধীরে
লুকানো মায়ার কারুকাজ।
ও.
চোখের ওই পলকে, রূপর ওই ঝলকে
মন করে উড়ু উড়ু
প্রেমটা কি হলো শুরু আজ

কি পাবো, কি হারাবো
তোমার মাঝে আমি কখনো খুজিনি।
ও.
তোমাকে দেখার আগে
ভালোবাসার শিহরন বুঝিনি।
ও.
দিন চলে যায় তুমি পাশে নাই
একসাথে রোদ চলোনা কুড়াই মিষ্টি যন্ত্রনায়
ছুঁয়ে ছুঁয়ে গেলে আমায়,
তোমার ওই মনের কিনারায়
কিছু প্রেম, কিছু ফুল ফোটাবো আমি,
খুঁজে  নিবো ধীরে ধীরে
লুকানো মায়ার কারুকাজ
চোখেরই পলকে, রূপেরই ঝলকে
মন করে উড়ু উড়ু, প্রেমটা কি হলো শুরু আজ
ও.
বুকের ওই ভিতরে স্নিদ্ধ এ প্রহরে
ঘুম হয়ে  ভেসে ভেসে
তুমি এল অবশেষে আজ।
মনের কিনারায় - হাবিব ( moner kinaray by habib) মনের কিনারায় - হাবিব ( moner kinaray by habib) Reviewed by Arman on 8/06/2019 08:41:00 pm Rating: 5

No comments: