আলোতে আলোতে ঢাকা - Alote Alote Dhaka - Lyrics


 আলোতে আলোতে ঢাকা - Alote Alote Dhaka
 --------------------------------------------------------

আমাকে কেউ
বলেছিল এ মহাসাগরের ঢেউ
আমাকে নিয়ে ভেসে যাবে একদিন
যেখানে সৈকত কিছু মসৃন
আলোতে আলোতে ঢাকা
আলোতে আলোতে ঢাকা ।
মখ বুঝে
কীভাবে বেঁচে আছি, ধারনাই নেই
কখনো ভোর রাতে
ঘুম ভেঙ্গে যায়
কন্ঠ ভরে বুঝি গাইছে সবাই
আলোতে আলোতে ঢাকা
আলোতে আলোতে ঢাকা ।
আমার বুকে সূর্যের বাসা
আমার চোখে বাঁচার তাগিদ
আমার মনে হিমালয় আশা
সময় কিনে চাইনি রশিদ
আমার ঈশ্বর চিনে নেবে আমায়
আমি দাঁড়িয়ে তার দরজায়
রোজ এক স্বপ্ন দেখা
আলোতে আলোতে ঢাকা
আলোতে আলোতে ঢাকা
আলোতে আলোতে ঢাকা ।
নিয়ে চলো
এখানে কবে থেকে আছি বলো
শুনেছি সেখানে আকাশের গায়ে
না বলাা কত কথা ভেসে বেড়ায়
আলোতে আলোতে ঢাকা ।
আলোতে আলোতে ঢাকা ।
আরো দূরে
আমার এই চেতনাকে সঙ্গী করে
যে তৃনভুমি আজ তুলেছে আওয়াজ
সেখানে সোনারোদে বুনছে কোলাজ
আলোতে আলোতে ঢাকা
আলোতে আলোতে ঢাকা ।
আমার বুকে সূর্যের বাসা
আমার চোখে বাঁচার তাগিদ
আমার মনে হিমালয় আশা
সময় কিনে চাইনি রশিদ
আমার ঈশ্বর চিনে নেবে আমায়
আমি দাঁড়িয়ে তার দরজায়
রোজ এক স্বপ্ন দেখা
আলোতে আলোতে ঢাকা
আলোতে আলোতে ঢাকা
আলোতে আলোতে ঢাকা ।

আলোতে আলোতে ঢাকা - Alote Alote Dhaka - Lyrics আলোতে আলোতে ঢাকা - Alote Alote Dhaka - Lyrics Reviewed by Arman on 6/07/2019 02:06:00 pm Rating: 5

No comments: