তুমি অনেক বেশি
চালাক
ফাঁকি সব বাকি থাক
আর কোন কথা হবে
না
আমি হলে দূনীতি
তুমি হলে রাজনীতি
এমনতো প্রথা হবে না
কূটনীতি খেলা হবে
লাজ ভুলে কাজ হবে
মেজাজ দেখতে যেওনা
দুম করে গুম করে দেবো
কোন নালিশ কাজে দেবে না
চুপ করে রূপ ধরে নেবার এই
বাজে স্বভাব যাবে না
তোমার মতো কতো
এসে হয়ে গেছে গত
ক্ষত দেখা যায় না
আর নয় অতপোত
নত হয়া যাবে না
সুবিদায় সাড়া পাবে
সাথ্যেই দেখা হবে
লুতু পুতু প্রেম হবে না
প্রেম হলে গুম হয়ে যাবে আর
খুঁজে পাওয়া যাবে না
চুপ করে রূপ ধরে নেবার এই
বাজে স্বভাব যাবে না
তুমি মধ্যবিত্ত নারী
দামি ফোন দামি শাড়ি
বড় অশ্লীল এ ধাঁধা
প্রশ্ন পত্র ফাঁস
হলেও পাবেই বাঁশ
অংক মিলবে না রাঁধা
কান্না ঠোকে না কানে
টান লাগে না ভানে
দূরে যেতে দেরি হবে না
“ধুম করে গুম হয়ে যাবো
আর খুঁজে পাওয়া যাবে না
চুপ করে রূপ ধরে নেবার এই
বাজে স্বভাব যাবে না“
বাজে স্বভাব ২ - রিহান ( Baje Sovab 2 by rehan)
Reviewed by S I N
on
5/13/2019 02:27:00 pm
Rating:
আমার খুব পছন্দের তালিকার একটা গান।
ReplyDelete