নীরবে হায়
এ মন যে ভেসে যায়
জানিনা যে
কোন স্বপনের সীমায়
এলোমেলো মন
ভাবে শুধু তোমারেই আজ
শেষ হবে রাত
শুধু তুমি আমি আজ ।।।
নীল জোছনায় মন যে হারায়
তারা জালা এ আকাশে
নীরজনতায়,তোমাকেই চাই
ভালোবাসতে আবেশে।...
এলোমেলো মন
ভাবে শুধু তোমারেই আজ
শেষ হবে রাত
শুধু তুমি আমি আজ (২)...
ও তুমি যদি চাও বৃষ্টি হবে আজ
এইরাতে আকাশের বুকে
তুমি যদি চাও তবে জোছনা রবে
চাঁদ জেগে রয় মেঘেরও ফাঁকে।।।
এলোমেলো মন
ভাবে শুধু তোমারেই আজ
শেষ হবে রাত
শুধু তুমি আমি আজ(২).........।
নীরবে হায়
এ মন যে ভেসে যায়
জানিনা যে
কোন স্বপনের সীমায়
এলোমেলো মন
ভাবে শুধু তোমারেই আজ
শেষ হবে রাত
শুধু তুমি আমি আজ।।
নীল জোছনায় মন যে হারায়
তারায় জলা এ আকাশে।
নীরজনতায় তোমাকেই চায়
ভালোবাসতে আবেশে।
এলোমেলো মন
ভাবে শুধু তোমারেই আজ
শেষ হবে রাত শুধু তুমি আমি আজ(৫)...।।।
Elomelo Mon Song Lyrics BY Habib Wahid | এলোমেলো মন হাবিব ওয়াহিদ
Reviewed by Arfan
on
3/07/2019 08:51:00 pm
Rating:
Reviewed by Arfan
on
3/07/2019 08:51:00 pm
Rating:

No comments: