Pajorer vanga hawa | Uddesso Nei | by | Tahsan

 আদিম অকৃত্রিম বর্ণমালা সে জানে 
ক্ষনিকের পরিচয়ে ছন্দপতনে  প্রাণে 
পাজরের সেই হাড় হঠাথ  ব্যথায় কাতর 

সে যে ছুটে যায় ওই হৃদয়ের বাম প্রকোষ্ঠে
 ভারসম্যহীন রুগ্ন কাতর আমি আজ 
ভীত সন্ত্রস্থ আদি মানবের খেই 
স্বর্গ যদি হয় অচেনা অপ্সরীদের আসর 
 চাই না আমি স্বর্গ আমি তোমার স্পর্স চাই 
মিথ্যে অভিনয় ঠুনকো বাধা বিদ্রুপ উপদেশ 
পারবেনা কিছু থামাতে রাশিতে লেখা এ প্রেম 

তুমি জানো আমি তোমার 
তুমি জানো আমি তোমার 

অপ্সরী আমি দেখিনি গল্প শুনেছি অনেক 
বর্ণনা সে জে পিকে তোমার আদিম ইশারায় 
আদি মানবিক ছলনায় নাকি প্রকোষ্ঠ বন্ধনে 
আমি জেনেছি করে হেয়ালি 
আমি দীপ্র সে আমারি। 

 ভারসম্যহীন রুগ্ন কাতর আমি আজ 
ভীত সন্ত্রস্থ আদি মানবের খেই 
স্বর্গ যদি হয় অচেনা অপ্সরীদের আসর 
 চাই না আমি স্বর্গ আমি তোমার স্পর্স চাই 
মিথ্যে অভিনয় ঠুনকো বাধা বিদ্রুপ উপদেশ 
পারবেনা কিছু থামাতে রাশিতে লেখা এ প্রেম
তুমি জানো আমি তোমার 
তুমি জানো আমি তোমার 

স্বর্গ যদি হয় অচেনা অপ্সরীদের আসর 
 চাই না আমি স্বর্গ আমি তোমার স্পর্স চাই 
মিথ্যে অভিনয় ঠুনকো বাধা বিদ্রুপ উপদেশ 
পারবেনা কিছু থামাতে রাশিতে লেখা এ প্রেম 

তুমি জানো আমি তোমার 
তুমি জানো আমি তোমার 
তুমি আমার সেই পাজরের ভাঙ্গা হাওয়া।
তুমি জানো আমি তোমার 
তুমি জানো আমি তোমার 
Pajorer vanga hawa | Uddesso Nei | by | Tahsan Pajorer vanga hawa | Uddesso Nei | by | Tahsan Reviewed by BlueTek on 10/24/2015 07:01:00 pm Rating: 5

No comments: