মন ঘুমায়রে মন ঘুমায়রে
রঙ্গিলা পাল তুইলা মন ঘুমায়রে
হাওয়ায় টানে উত্তরেতে
জলে টানে দক্ষিনে
রঙ্গিলা পাল হওয়ার সাথে প্রেম কইরাছে গোপনে।
হাওয়া জলে টানাটানি
নৌকা পরে দিধায়রে
রঙ্গিলা পাল তুইলা মন ঘুমায়রে
হাওয়া জলে টানাটানি
নৌকা পরে দিধায়রে
রঙ্গিলা পাল তুইলা মন ঘুমায়রে
মন ঘুমায়রে মন ঘুমায়রে
রঙ্গিলা পাল তুইলা মন ঘুমায়রে
যে বৈঠাতে পাইতো মন অথৈ জলরাশি
আজকে সে জল সেই জলেতে হইছে পরবাসী
হাওয়ায় হাসে জলে নাচে বৈঠা শুধু কান্দেরে
রঙ্গিলা পাল তুইলা মন ঘুমায়রে
হাওয়ায় হাসে জলে নাচে বৈঠা শুধু কান্দেরে
রঙ্গিলা পাল তুইলা মন ঘুমায়রে
মন ঘুমায়রে মন ঘুমায়রে
রঙ্গিলা পাল তুইলা মন ঘুমায়রে
দিনে একা প্রান বন্ধুয়ার বুকে জমে ডেউ
ডেউয়ে ভাঙ্গে ভাসার জমিন
দেখেনা তো ও কেউ
ও মন তোর পায়ে পড়ি বৈঠা খানা ধরনা রে
রঙ্গিলা পাল তুইলা মন ঘুমায়রে
ও মন তোর পায়ে পড়ি বৈঠা খানা ধরনা রে
রঙ্গিলা পাল তুইলা মন ঘুমায়রে
মন ঘুমায়রে মন ঘুমায়রে
রঙ্গিলা পাল তুইলা মন ঘুমায়রে
মন ঘুমায়রে মন ঘুমায়রে
মন ঘুমায়রে -হাবিব ওয়াহিদ ( mon ghumayre by habib lyrics)
Reviewed by BlueTek
on
9/20/2015 03:08:00 pm
Rating:
Reviewed by BlueTek
on
9/20/2015 03:08:00 pm
Rating:






No comments: